লকডাউনে মধ্যেই জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার কুলজিৎ সিং অমৃতসরের মানুষের পাশে দাঁড়াতে যথেষ্ট পরিশ্রম করছেন। পাঞ্জাব পুলিশে কর্মরত কুলজিৎ সিং এখন অমৃতসরের এআইজি। দেশের প্রাক্তন ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে সবথেকে দায়িত্বপূর্ণ পদে আছেন ১৯৯২ সালের ইস্ট বেঙ্গল অধিনায়ক।
কুলজিতের বক্তব্য, ‘একজন পুলিশকর্মী হিসেবে গত ২৭ বছর মানুষের পাশে থেকেছি। কিন্তু গত তিন সপ্তাহে বদলে গিয়েছে কাজের ধরন। চোর, ছিনতাইবাজদের পিছনে দৌড়াতে জুনিয়রদের নির্দেশ দিতে হচ্ছে না। সোর্সদের সঙ্গে রাখতে হচ্ছে না যোগাযোগ। দেশের সঙ্কটকালে সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পেরে আলাদা তৃপ্তি পাচ্ছি।’
লকডাউন ঘোষণার পর অমৃতসরবাসী স্থানীয় প্রশাসনের সঙ্গে ভালোই সহযোগিতা করছে। একান্ত ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও বাড়ি থেকে বের হচ্ছে না। স্থানীয় মানুষ অসুবিধায় পড়লেই পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করছে। ঘণ্টা তিন-চারেকের মধ্যেই ওষুধপত্র কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে যাচ্ছে নাগরিকদের দরজায়। আর এই প্রক্রিয়ার অন্যতম দায়িত্বে রয়েছেন কুলজিৎই।
তবে এতোকিছুর পাশাপাশি খেলার প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “টানা পাঁচ মরশুম
ইস্ট বেঙ্গলে খেলেছি। আমি তো ভেবেছিলাম, কলকাতার ফুটবল অনুরাগীরা আমাকে ভুলে
গিয়েছেন। কিন্তু কয়েক বছর আগে ইস্ট বেঙ্গল দিবসের অনুষ্ঠানে গিয়ে আমার ধারণা ভেঙে গিয়েছে। লাল-হলুদ জনতা আমাকে যে এখনও এত ভালোবাসে তা ভাবতেই পারিনি”।