মুম্বইয়ের বান্দ্রার রাস্তায় মঙ্গলবার দুপুরে হাজারো শ্রমিকের যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল তা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। ভিনরাজ্যের শ্রমিকদের বিক্ষোভকে ‘টাইম বোমা’ বলে উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ‘ব্যালকনি সরকার’ বলে কটাক্ষ করে কমল হাসান বলেন, এবার সরকার বাস্তবের দিকে নজর দিক।
বান্দ্রার গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে প্রায় হাজারখানেক শ্রমিক জমা হয়েছিলেন বান্দ্রা স্টেশনের বাইরে। তাঁদের মধ্যে বেশিরভাগই দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। প্রতিবাদীদের অভিযোগ, তিন সপ্তাহের লকডাউনের জেরে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন প্রায় সকলেই। সরকারের তরফে দু’বেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও অনেকেই ঠিকমতো খাবার পাননি। একসঙ্গে রাস্তায় নেমে তাঁরা দাবি করতে থাকেন হয় তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে নইলে প্রয়োজনীয় খাবার দিতে হবে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে লাঠি চালাতে হয় মুম্বই পুলিশকে।
এই ঘটনা গতমাসে দিল্লী-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দবিহার বাস টার্মিনালের স্মৃতি উস্কে দিয়েছে। এদিন কমল হাসান বলেন, ‘ভিনরাজ্যের শ্রমিকদের ক্ষোভ টাইম বোমার মতো। ব্যালকনিতে থাকা লোকজন এবার একটু বাস্তবের দিকে দেখুন। নাহলে এই সমস্যা করোনাকে ছাপিয়ে যাবে।’
এমনিতেই মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের পর বান্দ্রার বিক্ষোভ সংক্রমণের আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। শিবসেনাও এই ঘটনার দায় চাপিয়েছে কেন্দ্রের ঘাড়েই। মহারাষ্ট্রের মন্ত্রী তথা উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবের জন্যই বান্দ্রার ঘটনা ঘটেছে।’