এই করোনার জেরে গোটা দেশ গৃহবন্দী। পরিবারের সঙ্গেই সময় কাটছে এখন সবচেয়ে বেশি। কিন্তু লালুপুত্র তেজপ্রতাপ যাদব শঙ্কিত। তার বাবা জেলে৷ তাই বাবাকে নিয়ে আশঙ্কায় কেঁদেই ফেললেন তেজপ্রতাপ। টুইটারে তিনি লিখলেন, ‘বাড়ি ফিরে এসো বাবা, মিস ইউ পাপা’।
করোনা নিয়ে যে ত্রাসের সঞ্চার হয়েছে, তাতে আপাতত হাসপাতালে বন্দী বাবার স্বাস্থ্য নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছেন লালু পুত্র তেজপ্রতাপ৷ হাসপাতালে তাঁর বাবারও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ভেবেই রীতিমতো ঘাবড়ে গিয়েছেন তেজপ্রতাপ৷
টুইটারে এক ভিডিও বার্তায় তেজস্বী বলেছেন, সব পরিবারে সন্তানদের নিয়ে বাবা- মায়েরা এক জায়গায় রয়েছেন, কিন্তু পরিবারের থেকে অনেক দূরে রয়েছেন লালুপ্রসাদ৷ তেজপ্রতাপকে বলতে শোনা গিয়েছে, ‘তুমি কী খাচ্ছ, কেমন আছো, সেসব ভেবেই খুব চিন্তা হচ্ছে৷’
প্রসঙ্গত, পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ আপাতত রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷