করোনা সংক্রমণের আতঙ্কে সাময়িক বন্ধ হল নিউটাউনের চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতাল। প্রসঙ্গত, এই হাসপাতালে ডায়ালেসিস করাতে ভর্তি হয়েছিলেন বিরাটি বাসিন্দা এক ব্যক্তি। ওই ব্যক্তিকে পরে পার্ক সার্কাসের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। ইতিমধ্যে চিনার পার্কের ওই হাসপাতালের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কা থেকে কর্তৃপক্ষ নিজে থেকেই আপাতত সাতদিন হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ততদিন গোটা হাসপাতাল স্যানিটাইজ করা হবে বলে জানা গিয়েছে।
ওই হাসপাতালের এক কর্মীর দেহেও সংক্রমণ হয়েছে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তাকে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা করা হচ্ছে। এরপর আর ঝুঁকি নিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত সাত দিন হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সময়জুড়ে গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চালানো হবে ।
অন্যদিকে সন্তানের জন্ম দেওয়ার পর মায়ের করোনা পজিটিভ! কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইডেন বিল্ডিংয়ের প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন ওই মহিলা। ভর্তি হওয়ার সময় শরীরের তাপমাত্রা বেশি ছিল। সন্তানের জন্ম দেওয়ার পরে জ্বরও আসে। কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর লালারসের নমুনা পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
যদিও এ বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। করোনা আক্রান্ত হওযায় ওই ওয়ার্ডটি বন্ধ রেখে জীবাণুমুক্ত করার কাজ চলবে বলে হাসপাতাল সূত্রে খবর। রোগীদের অন্যত্র সরিয়ে আনা হবে। ওই ওয়ার্ডে চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে পাঠানো হবে গৃহ পর্যবেক্ষণে।