দেশজুড়ে লকডাউনের মধ্যেই খোদ কলকাতায় আগুন আতঙ্ক। বালিগঞ্জের বন্ধ শপিং মলের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ওই শপিং মলের ছয় ও সাত তলা থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। ওই শপিং মলের ভিতর একটি প্রেক্ষাগৃহ রয়েছে। সেখান থেকেও আগুন লাগে বলে জানা গিয়েছে।
দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রথমে চারটি ইঞ্জিন আনা হয় এর পর আরও ৬টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। আনা হয় হাইড্রলিক ল্যাডারও। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর। ঘটনাস্থলে রয়েছেন দমকলের ডিজিও। তবে বেশ কিছুক্ষণের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনেন দমকলকর্মীরা৷
সূত্রের খবর, বালিগঞ্জ ফাঁড়িতে বন্ধ শপিং মলের মাল্টিপ্লেক্সে আগুন লাগে। সোমবার সকালে ওই মাল্টিপ্লেক্স থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। এর আগে ৩০ মার্চ ভবানীপুরের একটি অভিজাত বহুতল আবাসন আগুন লেগেছিল৷