সরকারি লকডাউনের তোয়াক্কা না করেই বাইরে বেরিয়েছিল একদল। নিয়ম ভাঙায় স্বাভাবিকভাবেই তাঁদের বাধা দিয়েছিল পুলিশ। আর তার জেরে তলোয়ারের কোপে পুলিশ অফিসারের হাত কেটে দেয় দুষ্কৃতীরা। রবিবার পাঞ্জাবের পাতিয়ালায় সব্জি মান্ডির এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে চমকে উঠেছে মানুষ। তবে এর মধ্যেই স্বস্তির খবর এই যে, কর্তব্যরত সেই এএসআই আধিকারিকের হাত জোড়া লাগাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। দীর্ঘ সাত ঘণ্টার অপারেশনে এই সাফল্য পেয়েছেন তারা। জানা গিয়েছে, ওই এএসআই এখন সুস্থ রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, অপারেশন ইতিবাচক হওয়ার পরেও আগামী কিছুদিন ওই পুলিশ কর্তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তার শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল।
উল্লেখ্য, পাঞ্জাবের পাটিয়ালায় এক সবজি মান্ডির কাছে রবিবার সকাল ছটা নাগাদ নাকা চেকিং করছিলেন পুলিশকর্মীরা। সেখানেই লকডাউন ভেঙে গাড়ি নিয়ে হাজির হন কিছু ব্যক্তি। পুলিশের তরফ থেকে তাদের আটকানো হলে শুরু হয় কথা কাটাকাটি এরপরই সঙ্গে থাকা ধারালো তলোয়ার নিয়ে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। কেটে নেওয়া হয় কর্তব্যরত এএসআই আধিকারিকের হাত। তাদের হামলায় গুরুতর আহত হয়েছেন আরও চার পুলিশকর্মী। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও রুজু করেছে পুলিশ।