দেশজোড়া লকডাউনের জেরে তিনি নিজের কাজ হারিয়েছেন। যার ফলে দেখা দিয়েছে খাবারের অভাব। আর সেই কারণেই পাঁচ সন্তানকে গঙ্গায় ফেলে দিলেন মা। রবিবার উত্তরপ্রদেশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, রাজ্যের ভাদোহি জেলার জেঘাঙ্গিরাবাদে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্ত পরে করা হবে। আপাতত শিশুগুলিকে উদ্ধার করাই মূল লক্ষ্য।
জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং গঙ্গা থেকে ওই বাচ্চাগুলিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। গঙ্গায় নেমেছেন ডুবুরিরা। তবে এখনও পর্যন্ত কারও খোঁজ পাওয়া যায়নি। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া মহিলার কাজ চলে যাওয়ায় তিনি নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন। ওই মহিলা দাবি করেছেন, তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিক। লকডাউনের কারণে হাতে পয়সা না থাকার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ক’দিন ধরেই নাকি তাঁরা খাদ্যাভাবে ছিলেন।