চিকিৎসা করতে গিয়ে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খোদ চিকিৎসক। এদিন রাজ্যের দুই প্রান্তের দু-জন চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে এর মধ্যে হাওড়া হাসপাতালের এক চিকিৎসক আছেন। তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকও কোভিড-১৯ আক্রান্ত বলে খবর। তিনি ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে।
দিন কয়েক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন হাওড়া হাসপাতালের সুপার এবং এক কর্মী। আক্রান্ত সুপারকে এমআর বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর রেশ কাটার আগে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের এক চিকিৎসক। কোন্নগরের বাসিন্দা ওই চিকিৎসক জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার বলে জানা গিয়েছে। উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছিল। রবিবার রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গেছে, আক্রান্ত চিকিৎসক বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা হাওড়া হাসপাতালের সুপার সঙ্গে বৈঠক করেছিলেন। মনে করা হচ্ছে, তাঁর থেকেই সংক্রমণ ঘটেছে। এদিকে, করোনায় আক্রান্ত হলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। জরুরি বিভাগে কর্মরত ওই চিকিৎসকের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।