রবিবার সকাল হতেই বাংলায় ফের চড়চড়িয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। এইমুহূর্তে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন, এমনটাই তাদের বুলেটিনে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শনিবার বিকেল ৫টার বুলেটিনে জানানো হয়েছিল এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২৬। অর্থাৎ এক রাতে বাংলায় ৮ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
অন্যদিকে গতকাল বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৫। অর্থাৎ রাজ্যের তুলনায় কেন্দ্রের পরিসংখ্যানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ বেশি। অবশ্য গতকাল বিকেলের পর থেকে এখনও রাজ্যের তরফে কোনও আপডেট দেওয়া হয়নি। যদিও মৃতের সংখ্যা রাজ্য ও কেন্দ্রের পরিসংখ্যানে একই রয়েছে।
শনিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক ফেক নিউজ হচ্ছে। আমি আজকে প্রধানমন্ত্রীকেও বলেছি। ওদের কাছে ভিডিও আছে, দরকার হলে ক্রস চেক করে নিতে পারেন।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর রিপোর্টে করোনা পজিটিভ আসছে। আমরা সেগুলোকেও অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।’