এনআরএস হাসপাতালে কাণ্ডেরই যেন পুনরাবৃত্তি হল আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও। কয়েক দিন আগেই এনআরএসের মেল জেনারেল ওয়ার্ডে মহেশতলার এক রোগী মারা যাওয়ার পরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখনই ৭৯ জন চিকিৎসক, নার্স, আধিকারিক, অচিকিৎসক কর্মচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় সতর্কতার জন্য। স্যানিটাইজ করার জন্য বন্ধ করে দেওয়া হয় মেল মেডিসিন ওয়ার্ড। এবার সেই একই কারণে বন্ধ করে দেওয়া হল আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও।
শুধু ওয়ার্ড বন্ধ করা নয়, ৪৫ জন চিকিৎসক-নার্সকে চিহ্নিত করে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এঁদের মধ্যে কার কার নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করতে পাঠানো হবে, তা নিয়ে স্বাস্থ্য ভবন চূড়ান্ত নির্দেশ দেবে।
শুক্রবার রাতেই নভেল করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি ভর্তি থাকার খবর সামনে আসার পরে মেল মেডিসিন ওয়ার্ড সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ওয়ার্ডের রোগীদের সরানো হচ্ছে অন্যত্র। গোটা ওয়ার্ড স্যানিটাইজেশনের কাজ চলছে। ওয়ার্ড পুরোপুরি বন্ধ রাখায় কীভাবে কাজকর্ম হবে, কীভাবেই বা ওয়ার্ডকে নিশ্চিত ভাবে জীবাণুমুক্ত করা হবে, তা নিয়ে জরুরি বৈঠক চলছে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অধ্যক্ষ।