করোনা ভাইরাস আবহেও বেলাগাম সংঘর্ষ জারি রয়েছে জম্মু-কাশ্মীরে। জানা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গী গুলির লড়াই চলেছে। সূত্রের খবর, এদিন ভোর রাত পর্যন্ত সংঘর্ষ জারি ছিল।
গোপন সূত্রে জঙ্গী থাকার খবর পেয়ে শুক্রবার রাতেই কুলগামের দহমল হাঞ্জিপোড়া এলাকার নন্দীমার্গে অভিযান চালায় সিআরপিএফ এবং ভারতীয় সেনা। সেখানেই অতর্কিতে তাদের ওপর হামলা চালায় লুকিয়ে থাকা জঙ্গীরা, শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তবে এখনো হতাহতের কোনো খবর নেই।
অন্যদিকে, বৃহস্পতিবার বারামুলা জেলায় দীর্ঘ অভিযান চালানোর পর পাকড়াও করা হয় জইশ ই মহম্মদের এক জঙ্গীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। জানা গেছে, অভিযান চলাকালীন ছদ্মবেশে পালানোর চেষ্টা করে উপত্যাকার মোস্ট ওয়ান্টেড জঙ্গী বশির আহমেদ।