কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ রাখা হবে তা নিয়ে কেন্দ্র এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ১০ জুন পর্যন্ত স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ৩০ এপ্রিল পরিস্থিতি পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মমতা। পাশাপাশি গোটা রাজ্যে লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করে দেন মুখ্যমন্ত্রী।
নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই সময় আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। গোটা দেশকে কয়েকটি জোনে ভাগ করে লকডাউন চালানো হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে বলে মমতা।
সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আর ৬টি বেড়েছে। ফলে মোট অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৯৫। গতকাল এই সংখ্যাটা ছিল ৮৯। মৃতের সংখ্যা অবশ্য পাঁচই রয়েছে বলে এদিন জানান তিনি। এই সময় নিজের এলাকার নিজের জায়গাট দেখবে। কলকাতারটা কলকাতার পুলিশ, হাওড়াটা হাওড়া পুলিশ দেখবে।
লকডাউন ঘোষণার পাশাপাশি কৃষিকাজে ও হোম ডেলিভারির মতো ব্যবস্থায় ছাড় দেওয়া হবে বলে জানান মমতা। কৃষকদের জন্য ‘অন্নদাত্রী’ নামের নতুন অ্যাপও আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, এবারের পয়লা বৈশাখ যেন সকলে ঘরে বসেই পালন করেন। মমতার কথায়, বাড়িতে আগুন লাগলে সবাই মিলে জল নেভাতে হয়। এটাও সেই রকম পরিস্থিতি। তাই সবাইকে একসঙ্গে সহযোগিতা করতে হবে।