করোনাভাইরাস সংকটের জেরে ইতিমধ্যেই পূর্ণভাবে লকডাউন সিকিম। কেন্দ্রীয় সরকার ঘোষণার বহু আগে থেকেই সংকট থেকে বাঁচতে বিদেশি এবং দেশি পর্যটকদের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। কিন্তু সিকিমে অন্য সংকটে পড়লে ভারতীয় সেনা। জানা গিয়েছে তুষারধসে নিচে চাপা পড়ে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ভারতীয় এক সেনা জওয়ান। তাঁকে উদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা।
ইতিমধ্যে খারাপ আবহাওয়ার কারণে এবং তুষারঝড়ের জন্য উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু ওই জওয়ানকে উদ্ধারের সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। উল্লেখ্য, অন্ধপ্রদেশের প্রকাসম জেলার কেসি পল্লী গ্রামের বাসিন্দা সঞ্জীব রেড্ডি।
সূত্রের খবর, গত ৬ এপ্রিল সিকিমের উচ্চ পর্বতাঞ্চলে ডজার চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় সেনার ল্যান্স নায়েক সঞ্জীব রেড্ডি। সেই সময়ই তুষারধসে এর কবলে পড়েন তিনি। তারপর থেকে পাঁচ দিন কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি এখনও। ২৫০ জন সেনা কয়েকটি হেলিকপ্টার এবং প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয় দের নিয়ে ওই জওয়ানের খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।