করোনার জেরে ঘরে বন্দি গোটা দেশ। এর মধ্যেই ভক্তদের অভিনব একটি চ্যালেঞ্জ করলেন লিয়েন্ডার পেজ। তা হল ‘ফ্রাইং প্যান চ্যালেঞ্জ’। একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে, একটি ফ্রাইং প্যান দিয়ে তিনি দেওয়ালে বল মারছেন বলের দিকে না তাকিয়ে।
এই ভিডিও পোস্ট করে লিয়েন্ডার লিখেছেন, ‘‘লকডাউনের মধ্যে আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ রইল। আপনাদের মধ্যে কত জন এটা করে দেখাতে পারবেন? আপনাদের ভিডিয়ো পাঠান। কয়েকটা সেরা ভিডিয়ো আমি টুইটারে তুলে দেব।’’
লিয়েন্ডারের এই ভিডিয়ো দেখে মহেশ ভূপতি টুইট করেন, ‘‘লিয়েন্ডার যে কোনও কিছু নিয়েই ভলি মারতে পারে!’’ কিছুক্ষণ পরে চ্যালেঞ্জ গ্রহণ করে তিনিও ফ্রাইং-প্যান নিয়ে নেমে পড়েন।