জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢুকেছিলেন তিনি। আর সেই অপরাধেই গ্রেফতার করা হয়েছিল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহোকে। একইসঙ্গে গ্রেফতার করা হয় তাঁর ভাইকেও। এক মাসের উপরে কারাবাস কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্তো আসিস। তবে জেলে থেকে ছাড়া পেলেও তাঁরা ব্রাজিল উড়ে যেতে পারছেন না। পরবর্তী শুনানির জন্য তাঁকে থাকতে হচ্ছে প্যারাগুয়ের এক ফোর্থ স্টার হোটেল।
মঙ্গলবার তাঁর আইনজীবীরা জোরালোভাবে জামিনের সুপারিশ করেছিলেন। কিন্তু বিচারপতি জামিন না দিয়ে তাঁকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছেন। শোনা যাচ্ছে, কিংবদন্তি এই ফুটবলারের সঙ্গে জেলে অন্যান্য বন্দীরা অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। সে জন্য আইনজীবীরা জেলের বদলে গৃহবন্দীর প্রস্তাব দিলে তা মেনে নিয়েছেন বিচারপতি।
তবে পরের শুনানি ঠিক কবে হবে, তা এখনও ঘোষণা হয়নি। কারণ বর্তমানে করোনার জেরে বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই লক ডাউন জারি রয়েছে। তাই এখনই কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে তাঁকে জামিনের বন্দোবস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সে দেশের ফুটবল সংস্থা। কারণ, তাঁকে ঘিরে অন্য বার্তা যাচ্ছে গোটা বিশ্বে।