করোনা সংক্রমণের কারণে এমনিতেই নষ্ট হয়েছে আদালতের কর্মদিবস। তাই সেই ঘাটতি পূরণে এবার গরমের ছুটি বাতিল করল দিল্লী হাইকোর্ট। জানা গেছে, জুন মাস অবধি খোলা থাকবে আদালত। ততদিন সেখানে মামলার শুনানি ও অন্য কাজ চলবে। দিল্লী হাইকোর্টের অধীনস্ত অন্যান্য সব আদালতগুলিতেও একই নির্দেশ জারি থাকবে। হাইকোর্টের রেজিস্ট্রার দফতর সূত্রে এমনটাই খবর।
ইতিমধ্যে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে বসা সংক্রমণ আতঙ্কে বাতিল হয়েছে সংসদের বাজেট অধিবেশনের অবশিষ্ট পর্ব। জানা গিয়েছে, ১৯ মার্চ পর্যন্ত সঠিক ভাবে কাজ হয়েছে দিল্লী হাইকোর্ট-সহ রাজ্যের অন্য সরকারি দফতরে। এমনকি, ১৯ মার্চ রাতে নির্ভয়া-কাণ্ডের ৪ অপরাধীর ফাঁসির সাজা মকুবের শেষ মুহূর্তের আর্জির শুনানিও হয়েছে। তারপর থেকেই সংক্রমণ আতঙ্কের গ্রাসে বিছিন্ন হয়ে পড়েছে সরকারি এবং একাধিক আদালতের স্বাভাবিক কর্মকাণ্ড।
অপরদিকে, দিল্লীতে মাস্ক ব্যবহার আবশ্যিক করল কেজরিওয়াল সরকার। বুধবার এই তথ্য দিয়েছে দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সেদিন উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের জনপ্রিয় সদর বাজার, মার্কাজ মসজিদ, নিজামুদ্দিন বস্তি, পাতপরগঞ্জ, দিলশাদ গার্ডেন, মালব্য নগর -সহ ২০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত সেগুলো সিল করা হবে। পাশাপাশি, মনীশ সিসোদিয়া দাবি করেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমণের খবর নেই।