গত মাসের শুরুর দিকে বেশ ঊর্ধ্বগতিতে বেড়েছিল সোনার দাম। যার জেরে ধাক্কা খেয়েছিল গয়নার বিক্রি। আশা ছিল মার্চের শেষে বিয়ের মরশুমে ফের ঘুরে দাঁড়াবে ব্যবসা। কিন্তু, সেই প্রত্যাশায় রীতিমত থাবা বসিয়েছে করোনা ভাইরাস। যার ফলে দাম কমলেও, ন্যূনতম বিক্রি না হওয়াতে ভুগছে দেশের স্বর্ণ শিল্প মহল। এমন সময়ে ভারতীয় চেম্বার অব কমার্স (আইসিসি) পূর্বাভাস দিয়ে জানিয়েছও, ‘দেশের সোনার চাহিদা কমবে ৩০ শতাংশ।’
প্রসঙ্গত, একশো বা তার কম কর্মী রয়েছে এবং ৯০ শতাংশের বেতন ১৫ হাজারের নীচে, এমন ৪ লাখ সংস্থার ৮০ লাখ কর্মীর বেতনের ২৪ শতাংশ তিন মাস পিএফ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও এই সিদ্ধান্তকে ছ’মাসের জন্য করতে আবেদন জানিয়েছে ভারতীয় চেম্বার অব কমার্স।
জানা গেছে, স্বর্ণ শিল্পকে বাঁচাতে এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে চেম্বার অব কমার্স। এই মর্মে একটি প্রেস বিবৃতি রিলিজ করেছে তারা। যেখানে জানানো হয়েছে, জিডিপি-তে ৭ শতাংশ অবদান রয়েছে গয়না শিল্পের। এরসঙ্গে জুড়ে রয়েছে ৫০ লাখ মানুষের রুজিরুটি। স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিশেষ তহবিল গড়ার আর্জিও জানিয়েছে আইসিসি।