গত মরশুম থেকেই খবর রটেছিল যে, ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেইমার ফের ফিরতে পারেন বার্সেলোনায়। বিশ্বজোড়া লক ডাউনের মধ্যেও সেই জল্পনা অব্যাহত। এবার সেই একই ইস্যুতে মুখ খুলে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন বার্সা তারকা সুয়ারেজ। তিনি বলেছেন, ‘বার্সেলোনায় এলে নেইমারকে সব সময়ই স্বাগত। স্পেনের একটি সংবাদপত্রকে সুয়ারেজ বলেছেন, ‘সকলে নেইমারকে চেনে। ড্রেসিংরুমে ওর জন্য কতটা ভালবাসা, স্নেহ রয়েছে আমরা সকলে তা জানি।’
প্রসঙ্গত, বিশ্বরেকর্ড ট্রান্সফার অর্থে ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সাঁ জারমাঁ-তে চলে যান নেইমার। তখন এমন খবরও ছড়িয়ে পড়তে সময় নেয়নি যে, বার্সেলোনার কর্তাদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। শোনা যায়, নেইমার চলে যাওয়ায় বার্সা ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ ছিলেন স্বয়ং লিওনেল মেসিও। তার পর থেকে বার্সেলোনার খেলাতেও এর প্রভাব দেখা দিতে থাকে। সুয়ারেজের এমন মন্তব্য নিঃসন্দেহে নেইমারকে ফিরিয়ে আনার দাবিকে জোরালো করবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে প্যারিসে গিয়ে খুব একটা স্বস্তিতে নেই নেইমারও। তিনি বার্সেলোনায় ফিরতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছে। সুয়ারেজকে সেই সম্ভাবনা নিয়ে জিজ্ঞেস করলে তাঁর জবাব, ‘নেইমার অসাধারণ ফুটবলার। আমি এটুকু বলতে পারি, খুবই বড় মাপের ফুটবলার।’ স্পষ্ট বুঝিয়েই দেন যে, তাঁরা খুব খুশিই হবেন ব্রাজিলীয় তারকাকে ফিরতে দেখলে। মেসি, সুয়ারেস, নেমারের ত্রিফলাকে বিশ্বের সেরা ফরোয়ার্ড যুগলবন্দি বলা হচ্ছিল। ‘এমএসএন’ নামে তাঁরা বিখ্যাত হয়েছিলেন।