কয়েক দিন ধরেই আরও খারাপ হচ্ছিল পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই মুহূর্তে গোটা দেশে আক্রান্তের সংখ্যাটা ৫৭৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ১৭ জন বেড়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ১৬৬ জন করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আর সবচেয়ে বড় খবর, এর মধ্যে রয়েছেন এক চিকিৎসকও। হ্যাঁ, করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু হল ভারতে।
জানা গিয়েছে, ওই চিকিৎসক ইন্দোরের বাসিন্দা ছিলেন। এমজিএম মেডিক্যাল কলেজের তরফে বৃহস্পতিবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে মৃতের পরিবার ও সহকর্মীদের। এই মুহূর্তে মধ্যপ্রদেশে মোট আক্রান্ত ৩৮৮ জন। যেখানে শুধুমাত্র ইন্দোরেই করোনা আক্রান্তের সংখ্যা ২১৩। স্বাভাবিকভাবেই সেখানে বহু বাধার মধ্যে কাজ করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। দিন কয়েক আগেই টাট পাট্টি বাখাল অঞ্চলে বাসিন্দাদের করোনা স্ক্রিনিংয়ে গেলে স্বাস্থ্যকর্মীদের ইটপাটকেল ছোড়া হয়। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এ যাবৎ মৃতের সংখ্যা ২২।