সংক্রমণ যদি রুখতে হয়, মৃত্যুমিছিল যদি থামাতে হয়, তাহলে পারস্পরিক দ্বন্দ্ব, দোষারোপ নয়, এক হয়ে লড়াই করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে হু-এর প্রধান জানান, “করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে দূরে থাকুন। দল, আদর্শ ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠুন। করোনা নিয়ে রাজনীতি করবেন না, এটা আগুন নিয়ে খেলার সমান হবে”।
‘চিনা ভাইরাস’ ছড়াচ্ছে গোটা বিশ্বে, এমন দাবি আগেই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তোপ দেগে ট্রাম্প বলেছিলেন, করোনা যে মহামারী হতে চলেছে এই ব্যাপারে তাদের সতর্ক করেনি হু, এমনকি ভুল বার্তাও নাকি দেওয়া হয়েছিল। হু-কর্তা টেড্রসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হু চিনের হয়েই কাজ করছে, এমনও অভিযোও ছিল তাঁর। ট্রাম্পের অভিযোগেরই পাল্টা টেড্রস এদিন বলেন, এটা দোষারোপের সময় নয়। দেশকে বাঁচাতে হলে এক হয়ে লড়াই করতে হবে। সঠিক পদক্ষেপ নিতে হবে।
করোনার সংক্রমণ ও মৃত্যুর নিরিখে চিন, ইতালি, স্পেনকে ছাড়িয়ে গেছে আমেরিকা। আক্রান্তের সংখ্যা চার লাখের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। এত মৃত্যুর কারণ হিসেবে ট্রাম্প প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছে আন্তর্জাতিক মহল। দেশবাসীদেরও একটা বড় অংশেরও অভিযোগ, সঠিক সময় লকডাউনের পথে যায়নি সরকার। সামাজিক মেলামেশায় লাগাম টানা হয়নি। আন্তর্জাতিক উড়ানও বন্ধ করা হয়নি।