মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দুর্নীতি নিয়ে দলীয় নেতাদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। আর বুধবার দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার খাদ্যভবনে রেশন ডিলারদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী জানান, উত্তর দমদম পুরসভার এক নেতা রেশন ডিলারের থেকে ১০ বস্তা চাল নিয়ে নিজে বিলি করছিল। কিন্তু আমি জেনে তা ফিরিয়ে দিয়েছি।
খাদ্যমন্ত্রী জানান, হিলিতে বিজেপি নেতারা রেশন দোকান থেকে চাল চাইছেন। সেটাও বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, রেশন নিয়ে দুর্নীতি ও অশান্তি ঠেকাতে প্রতি ৪টি রেশন দোকান পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন। এখনও পর্যন্ত ২৫ জন রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। লকডাউন উঠলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাতিল করা হতে পারে লাইসেন্সও।
তবে এই দুর্যোগের সময় এই ধরনের কোনও কাজ বরদাস্ত করা হবে না বলেই জানান তিনি। যে দলেরই নেতা হোক না কেন, তা মানবে না সরকার, সাফ জানান জ্যোতিপ্রিয়। তিনি জানান, দলীয় নেতাদের রেশন দুর্নীতি আটকাতে দলের রাজ্য সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।