কথায় আছে, একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। ঠিক একই হাল এখন ভারতীয় অর্থনীতির। মন্দার কোপ তো ছিলই। এখন তার সঙ্গে জুড়েছে করোনা মোকাবিলায় ২১ দিনের দেশজোড়া লকডাউন। আর এই জোড়া ফলাতেই ভুগছে দেশের অর্থনীতি। দেশ জোড়া লকডাউনের কারণে ইতিমধ্যেই অন্যান্য শিল্পের মতো সমস্যায় ভারতের বস্ত্র শিল্পও। রপ্তানি বাতিল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পণ্য সরবরাহ বন্ধ থাকায় সঙ্কটের মুখে।
মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০৮ বিলিয়ন ডলারের এই শিল্প এখন সঙ্কটের মুখোমুখি। বরাত বাতিলের ফলে রপ্তানি ৪০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা। প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও। শুধু বৈদেশিক ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ বরাতও বাতিল হচ্ছে। পাশাপাশি কাঁচা মাল, রাসায়নিকের সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসা কমতে থাকায় নগদের জোগান কমেছে। ফলে বেতন ও ঋণ বাবদ সুদ দেওয়া, বিদ্যুতের বিল মেটানো–সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমস্যা বাড়ছে। তাঁদের দাবি, সরকার প্রয়োজনীয় ত্রাণ এবং প্যাকেজের ব্যবস্থা করুক। তৈরি হয়ে যাওয়া বস্ত্র সরবরাহের ব্যবস্থা হোক। রপ্তানি ক্ষেত্রে চালু নিয়ম, বিধিগুলি শিথিল করা হোক।