দেশ জুড়ে যা পরিস্থিতি তাতে ১৪ এপ্রিলের পর লকডাউন উঠবে কি না তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরমধ্যেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তিনটি প্রাইভেটে চালানো ট্রেনের সব বুকিং বাতিল করে দিল আইআরসিটিসি। সেই তালিকায় রয়েছে আমেদাবাদ-দিল্লী ও দিল্লী-লখনউ-এর মধ্যে চলাচল করা তেজস এক্সপ্রেস এবং বারাণসী-ইন্দোরের মধ্যে যাতায়াত করা কাশি মহাকাল এক্সপ্রেস। জানানো হয়েছে প্রত্যেক যাত্রীকে টিকিটের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হবে।
লকডাউন তুলে নেওয়া হলেও সোশ্যাল ডিসট্যানসিং আরও কিছুদিন মেনে চলারই পক্ষপাতী ভারতীয় রেল। সেই অনুযায়ী ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থারও ভাবনাচিন্তা রয়েছে রেলের। সাউদার্ন রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের আসন বা বার্থ সরিয়ে ফেলার দরকার নেই। আমরা শুধু মিডল বা মাঝের বার্থটির খালি রাখব এবং তার বুকিং বন্ধ করার কথা ভাবছি। দুই যাত্রীর মধ্যে একটি আসন খালি রাখা হলেই তা যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।’
আসন কমিয়ে দেওয়ার ফলে রেলের ৩০% যাত্রী কমে যাবে। ৭২ বার্থের স্লিপার কোচ হারাবে ১৮টি বার্থ। যদিও রেলের এই ভাবনার বিষয়ে সাউদার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বি গুগানেশন জানিয়েছেন, ‘রেল বোর্ডের থেকে এখনও পর্যন্ত এমন কোনও নির্দেশিকা দেয়নি’।