করোনা আতঙ্কের মধ্যেই এবার দেশের প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে সম্পাদকীয় কলাম লেখা হল শিবসেনার মুখপত্র ‘সামনা’–য়। হাততালি দিয়ে, থালা বাজিয়ে, প্রদীপ-মোমবাতি জ্বালিয়ে কোভিড–১৯ এর বিরুদ্ধে যুদ্ধ জেতা যায় না মন্তব্য করে লেখা হয়েছে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর আবেদনের ভুল ব্যাখ্যা করেছে, মোদী’র স্পষ্ট করে বলা উচিত ছিল তিনি নাগরিকদের কাছ থেকে কী আশা করেন এবং যারা আদেশ মানবে না তাঁদের শাস্তির মুখে পড়তে হবে।
উল্লেখ্য, গত রবিবার রাত ন’টায় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সারা দেশ জুড়ে আলো নিভিয়ে প্রদীপ–মোমবাতি জ্বালানোর কর্মসূচী পালন করা হয়। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞার প্রতীক হিসেবে এই দীপ প্রজ্বলন কর্মসূচী নেওয়ার কথা প্রধানমন্ত্রী তাঁর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করেন। কিন্তু বাস্তবে দেখা যায় বেশ কিছু অত্যুৎসাহী মানুষ শঙ্খ বাজিয়ে, আতসবাজি পুড়িয়ে তাঁদের সংহতির বার্তাজানান দেয়।
এই ঘটনা নিয়ে ‘সামনা’-তে লেখা হয়েছে, ‘হাততালি, থালা এবং আলো- এইসব করে আমরা যুদ্ধে হারব। এই ধরনের আবেদনে মানুষের সাড়া দেওয়ার বিভিন্ন দিক রয়েছে। মানুষ প্রধানমন্ত্রীর আবেদনের ভুল ব্যাখ্যা করেছে। হয় প্রধানমন্ত্রী মানুষকে সঠিক বিষয়টি বোঝাতে পারেননি, অথবা তিনি নিজেই এমন উৎসবের আবহ চেয়েছিলেন।’
গত রবিবার যে সব অত্যুৎসাহী মানুষ টর্চ, মোমবাতি, মোবাইল ফোন হাতে নিয়ে রাস্তায় নেমে এসে নাচানাচি করেছে এবং পটকা ফাটিয়েছে, তাঁদের সমালোচনা করে শোলাপুরে অগ্নিকাণ্ডের জন্য তাঁদেরকেই দায়ী করা হয় শিবসেনার মুখপত্রতে। সমালোচনা করা হয় সেই বিজেপি নেত্রীর যিনি উত্তর প্রদেশের বলরামপুরে করোনা ভাইরাস ‘তাড়ানো’র জন্য শূন্যে গুলি চালিয়েছেন।