এবার আগুনের গ্রাসে বাংলার অরণ্য শুশুনিয়া। মঙ্গলবার সন্ধে থেকেই এই পাহাড়ের জঙ্গলে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন। কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হয় দমকল।
কিন্তু প্রতিকূলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও না নিভিয়েই ফিরে যায় ইঞ্জিনটি। স্থানীয় সূত্রে খবর, এরপর রাতের দিকে ফের দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পুড়ে ছাই যায় একের পর এক গাছ। আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রাণহানী হয়েছে বহু প্রাণীর।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত আগুন ধরিয়েছে জঙ্গলের শুকনো পাতায়। সেই থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুরু হয়েছে তদন্তও। তবে এবিষয়ে এখনও বনদফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।
এই অগ্নিকাণ্ডের পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। এদিন দুপুর ১১.২৪ মিনিট নাগাদ বাঁকুড়ায় কম্পণ অনুভূত হয়। ভূমিকম্পের ভয়ে লকডাউন ভেঙে ঘরবন্দি মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া জেলাজুড়ে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত তা এখনও জানা যায়নি। উৎপত্তিস্থল সমন্ধেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, মৃদু কম্পণ অনুভূত হয়েছে বলেই জানিয়েছেন জেলার বাসিন্দারা।