শেয়ারবাজারের ঊর্ধ্বগতি এখনও অব্যাহত। মঙ্গলবারের পর বুধবারও বাজার খোলার সঙ্গে সঙ্গে চড়ল সেনসেক্সের সূচক। বেড়েছে নিফটিও।
মঙ্গলবার সারাদিন চাঙ্গা থাকার পর বুধবার শেয়ারবাজার খোলার পর সেনসেক্সের সূচক ৯০৯ পয়েন্ট অর্থাত্ ৩.০২ শতাংশ চড়ে যায়। সূচক পৌঁছে যায় ৩০,৯৭৬-এ। নিফটি ২.৭০ শতাংশ অর্থাত্ ২৩৭ পয়েন্ট চড়ে সূচক পৌঁছে যায় ৯,০৩০-এ।
সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক ও হিন্দুস্থান ইউনিলিভার। স্টক বেড়েছে ১১ শতাংশ পর্যন্ত। অপরদিকে, নিফটি ব্যাঙ্ক ও অটোর স্টক বেড়েছে ৫.০৭ শতাংশ।
মঙ্গলবারও শেয়ারবাজার খোলার পরই সেনসেক্স ১২৫৭ পয়েন্ট অর্থাত্ ৪.৫৫ শতাংশ বেড়ে সূচক পৌঁছে যায় ২৮,৮৪৮-এ। নিফটি ৩৮০ পয়েন্ট অর্থাত্ ৪.৭০ শতাংশ চড়ে সূচক পৌঁছে যায় ৮,৪৬৪-এ। সে দিন যারা সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দাসইন্দ ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্ক। প্রায় ৯.৯৯ শতাংশ পর্যন্ত লাভ করেছে তারা। নিফটি প্রাইভেট ব্যাঙ্কেরও প্রায় ৬.০৪ শতাংশ লাভ হয়েছে।