মারণ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার নিজের মনোভাব ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ। তিনি শারীরিক দূরত্ব রক্ষা করার প্রয়োজনীয়তা সর্ম্পকে নিজের মনোভাব ব্যক্ত করেছেন। যে ভাবে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ শারীরিক দূরত্ব রক্ষা করার নিয়ম লঙ্ঘন করছেন, তা নিয়েও ইনস্টাগ্রাম চ্যাটে বর্তমান ভারতীয় দলের সদস্য ও সতীর্থ রোহিত শর্মার কাছে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন যুবরাজ।
ভারতের এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বলেন, ‘‘বুঝতে পারছি, দিল্লীর মানুষ এই লকডাউনে গৃহবন্দি অবস্থায় তাঁদের ধৈর্য হারাচ্ছেন। আমি তাঁদের আশ্বস্ত করে বলতে চাই, এটা একটা সাময়িক ব্যাপার। এই মুহূর্তে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি। মানুষকে জানতে হবে কী ভাবে তাঁদের নিজেদের ভাল রাখা যায়। দেশের সব মানুষকে এ ব্যাপারে মনোনিবেশ করতে হবে।’’
গত শুক্রবার দেশের প্রথম সারির এক ঝাঁক ক্রীড়াবিদের সঙ্গে ভিডিয়ো-বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বৈঠকে হাজির ছিলেন যুবরাজও।
যুবি আরও জানান, “এই বিষয়টা অনেকটা নির্বাচনের মতো ব্যাপার। আপনি ভাবতেই পারবেন না কী হতে চলেছে, যদি আমি নিজের কর্তব্য ঠিক ভাবে পালন না করি। এটা ধৈর্যের ব্যাপার। দেশের প্রতিটি মানুষকেই ব্যক্তিগত ভাবে এই নিয়ম মেনে চলতে হবে।’’