করোনা আতঙ্কে বর্তমানে বন্ধ গোটা বিশ্বের অসংখ্য ফুটবল টুর্নামেন্ট। কিন্তু ফিফা এরমধ্যেই সারা বিশ্বের ফুটবল মরসুম শেষ করার ব্যাপারে সুনিশ্চিত সমাধান আনতে চায়। কিন্তু ভারতে থমকে থাকা আই লিগের কী হবে? শহরের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলই বা ফুটবলারদের চুক্তি কী ভাবে বাড়াবে, তা নিয়ে এখনও অন্ধকারে দুই প্রধান। আই লিগ কর্তৃপক্ষও নিশ্চিত নয়, কী ভাবে সমাধান হবে এই সমস্যার। তাঁরাও তাকিয়ে আছেন ফিফার সম্ভাব্য নির্দেশিকার দিকেই।
এ দিকে, সোমবারই ফিফার তরফে জানানো হয়েছে ফিফার ‘বি অ্যাকটিভ’ প্রচারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলের মতো ক্লাবের সঙ্গে থাকবে মোহনবাগান, ইস্টবেঙ্গলও। এই প্রচার করা হচ্ছে গৃহবন্দী সব মানুষের জন্য। বলা হচ্ছে, পাঁচটি পদক্ষেপ নিতে, যা করলে এই অবস্থাতেও শরীর ফিট থাকবে। অনলাইন ব্যায়ামের ক্লাস, নাচ, অ্যাক্টিভ ভিডিও গেম এবং পেশির শক্তি বাড়ানো ও ব্যালান্স ট্রেনিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে, ক্লাবের সঙ্গে ফুটবলারদের চুক্তি বাড়ানো প্রসঙ্গে আই লিগ সিইও সুনন্দ ধরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা এখনও জানি না ফিফা কী সিদ্ধান্ত নেবে। আগে আমরা সে রকম নির্দেশিকা হাতে পাই, তারপর ভেবে দেখব। তা ছাড়া আই লিগ নতুন করে আবার কবে শুরু হবে আর কবে শেষ হবে সেটাই তো আমাদের কাছে পরিষ্কার নয়। এ নিয়ে এখনও ফেডারেশনে কোনও আলোচনাই হয়নি।’ একইসঙ্গে জুড়ে দেন, ‘আই লিগ কবে শুরু করতে পারব, সেটা আমরা এখনও জানি না।’
ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার এই বিষয়ে বলেছেন, ‘প্লেয়ারদের চুক্তি বাড়ানো হলে, ক্লাব সেই বাড়তি অর্থ দিতে পারবে কি না সেটাও তো খতিয়ে দেখতে হবে। এ সব নিয়ে এখনও আমরা কোনও আলোচনা করিনি।’ অন্যদিকে, মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্তের কথায়, ‘আমাদের দেশে যা অবস্থা তাতে মনে হয়, আই লিগ শেষ হতে নভেম্বর পর্যন্ত যেতে পারে। সে ক্ষেত্রে হয়তো বাতিলই হয়ে যাবে লিগ। এত আগে প্লেয়ারদের চুক্তি নিয়ে কিছু বলা সম্ভব নয়।’