ভারতের বহু প্রতীক্ষিত গগনযান অভিযানে শামিল হতে চলা চার মহাকাশচারীর প্রশিক্ষণ এই মারণ ভাইরাসের সংক্রমণের জেরে আপাতত বন্ধ। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই মস্কোয় অবস্থিত ইউ.এ গ্যাগারিন রিসার্চ অ্যান্ড টেস্ট কসমোনট সেন্টারে গগনযান অভিযানের প্রশিক্ষণ নিচ্ছিলেন ভারতীয় বায়ুসেনার চার জন পাইলট।
করোনার জেরে যখন গোটা বিশ্ব বিধ্বস্ত তখন গত সপ্তাহ থেকেই বন্ধ এই সেন্টার। কাজেই আপাতত এই চার ভারতীয়র প্রশিক্ষণও বন্ধ। মস্কোর ইউ.এ গ্যাগারিন রিসার্চ অ্যান্ড টেস্ট কসমোনট সেন্টারের সঙ্গে যুক্ত একটি সূত্র জানাচ্ছে, চার জন ভারতীয় র্বতমানে সম্পূর্ণ সুস্থ আছেন। তারা হস্টেলে থাকছেন।
প্রসঙ্গত, মহাকাশে ভারতের প্রথম ‘ম্যানড’ মিশন গগনযান ২০২২ সালে যাত্রা করবে বলেই জানা গিয়েছে। আনুমানিক ১০ হাজার কোটি টাকা খরচে দেশের ইতিহাসে এই বেনজির প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ২০২২ সালে। ওই বছর ভারতের স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তী। ৭৫তম স্বাধীনতা দিবসে ভারতবাসীকে সেরা উপহার হবে এই গগনযান মিশন। সেই লক্ষ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো।