এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। নিজামুদ্দিনের ঘটনার পর পরই জানা যায়, মুম্বইয়ের ধারাভি বস্তিতে এক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এবার করোনা আতঙ্কের জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি সংলগ্ন এলাকা সিল করা হয়।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রী সংলগ্ন এলাকাকে ‘সংক্রামক এলাকা’ চিহ্নিত করে নোটিস দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
মাতশ্রী লাগোয়া এলাকায় পোস্টারের জেরে বাড়ল আতঙ্ক। উদ্ধবের বাড়ির এক নিরাপত্তারক্ষী ওই এলাকার এক চায়ের দোকানে যাওয়ায় দোকান মালিক এবং প্রতিবেশীদের পাঠানো হল কোয়ারেনটাইনে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৪,৪২১-এ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪।