মোদী সরকার দেশবাসীর জন্য এতটাই উদ্বিগ্ন যে করোনা মোকাবিলায় ৩০ হাজার কোটি টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’। এমনই বিজ্ঞাপন দেখে কপালে চোখ উঠেছিল অনেকেরই। একাংশ বাহবা দিতেও শুরু করে দিয়েছিল মোদী সরকারের উদ্দেশ্যে। তবে তার পরই জানা গেল, ওই বিজ্ঞাপন ছিল ভুয়ো। এ হেন বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হল।
করোনাকে রুখতে একজোট হয়ে লড়ছে গোটা দেশ। নিরলস পরিশ্রম করে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে অর্থ তোলার চেষ্টা করছে সরকার। আর সেই কারণেই ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা স্ট্যাচু অফ ইউনিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবেই অনলাইনে বিজ্ঞাপন দেন এক ব্যক্তি। যদিও তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত শনিবার ওএলএক্স-এ একটি বিজ্ঞাপন দেন এক ব্যক্তি। যেখানে লেখা, করোনায় মোকাবিলায় হাসপাতাল ও স্বাস্থ্যক্ষেত্রে অর্থদানের জন্য ৩০ হাজার কোটি টাকায় বিক্রি করা হচ্ছে গুজরাতের নর্মদা জেলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। একটি সংবাদপত্রের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বিক্রির এই বিজ্ঞাপনের খবর গিয়ে পৌঁছায় স্ট্যাচু অফ ইউনিটি কর্তৃপক্ষের কানে। তারাই পুলিশের দ্বারস্থ হয়। সেই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, বিজ্ঞাপনটি পোস্ট হওয়ার পরই সেটি তুলে নেওয়া হয়। এভাবে কোনও সরকারি সম্পত্তি বিক্রি করা যায় না। এতে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। সাধারণ মানুষের ভাবাবেগে আঘাতও করেছে অভিযুক্ত। গোটা দেশকে যখন করোনা গ্রাস করছে, তখন ভুয়ো খবর, গুজব রুখতে তৎপর পুলিশ। এমন পরিস্থিতিতে মূর্তির বিক্রি বিজ্ঞাপনের ঘটনার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।