তারকাখচিত দল নিয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। খাতায়-কলমে বরাবর তারা শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হয়েছে। অথচ টুর্নামেন্ট শেষে দেখা গিয়েছে বিরাট কোহলিদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। তা নিয়ে যথেষ্ট আক্ষেপ রয়েছে আরসিবি অধিনায়ক কোহলির। কোহলি মনে করছেন অত্যধিক প্রত্যাশার চাপই আরসিবির ব্যর্থতার জন্য দায়ী।
ইনস্টাগ্রামে সম্প্রতি নেওয়া এক সাক্ষাৎকারে কোহলিকে আরসিবি নিয়ে প্রশ্ন করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন। যা নিয়ে কোহলি বলেন, ‘‘ট্রফি জেতার জন্য নিজেদের উপরে চাপ নিয়ে ফেলছি আমরা। প্রতিবারই মনে হয়, এই মরসুমেই চ্যাম্পিয়ন হব আর সেটাই সাম্প্রতিক কালে আমাদের উপরে চাপ তৈরি করে দিয়েছে।’’ কোহলির আরও উপলব্ধি, ‘‘কোনও কিছু পাওয়ার জন্য আপনি যদি অতিরিক্ত চেষ্টা করেন, তা হলে সেটা যেন আরও বেশি দূরে সরে যায়। আমাদের এখন খেলাটা বেশি করে উপভোগ করতে হবে।’’
ধারাবাহিক ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে কোহলি বলেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার বিপুল প্রত্যাশা আমাদের চাপ বাড়িয়ে দিয়েছে। আর সেটাই ব্যর্থতার অন্যতম কারণ। তবে সমর্থকদের প্রত্যাশাকে আমি সম্মান করি। দলে একাধিক তারকা ক্রিকেটার রয়েছে। আমিও চেয়ে এসেছি আমার দল চ্যাম্পিয়ন হোক। এরকম একটা তারকাখচিত দলের ওপর সবার নজর তো থাকবেই। কিন্তু সেই চাপ কাটিয়ে উঠে সেরা পারফরম্যান্স মেলে ধরাটাই আসল চ্যালেঞ্জ। আমার মনে হয়েছে, কিছু ক্ষেত্রে আমরা সেই চাপটা নিতে পারিনি। অথবা আমরা বেশকিছু ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছি। আমরা যদি সত্যিই খারাপ দল হতাম তাহলে কি তিনবার ফাইনালে উঠতে পারতাম? কিন্তু চাম্পিয়ন্স লাক বলে একটা কথা রয়েছে। যা আমাদের ক্ষেত্রে একবারও খাটেনি। তা না হলে আমাদের খেতাব জয়ের জন্য ১২ বছর ধরে অপেক্ষা করতে হতো না। এর জন্য আমারও খুব খারাপ লাগে। দলে এটা নিয়ে বারবার আলোচনা হয়েছে। কোথায় কোথায় খামতি থেকে যাচ্ছে, সেটা খুঁজে বের করে আমাদের নতুন করে সবকিছু শুরু করতে হবে। আমি আশাবাদী, এবার যে দল আমরা তৈরি করেছি, তাতে ভালো পারফরম্যান্স আমরা মেলে ধরতে পারব।’