করোনা মোকাবিলায় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইটারে বার্তা দিলেন শাহরুখ খান। তিনি লিখেছেন, ‘দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।’ এই পুরো বাক্যটাই বাংলায় লেখেন তিনি। টুইটে তার সঙ্গে শাহরুখ যোগ করেন তিনটি বিখ্যাত লাইন। তার আগে বলেন, ‘আমি কলকাতা, উই বিলিভ।’
এর উত্তরে মমতা লেখেন, ‘তোমার ভালো ভালো কথার জন্য অনেক ধন্যবাদ। আমি এমন একজন ভাইকে পেয়ে ধন্য, যে সব সময় ভাই হিসেবে নিজের দায়িত্ব পালন করে। আমাদের বাংলার সবাই তোমায় ভালোবাসে। তোমার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। তোমার ভালো কাজ চালিয়ে যাও। সাবধানে থেকো। তোমার পরিবারের ওপর নজর রেখো।’
জানা গেছে, এ সবের মধ্যেই গতকাল শাহরুখ তাঁর চারতলা অফিস মুম্বই পুরসভার জন্য খুলে দিলেন তাদের কোয়ারান্টিন শিবির করার জন্য। এর আগে তাঁর সংস্থা রেড চিলিজের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি বাংলা, মহারাষ্ট্র ও দিল্লীর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করেন তিনি। তাঁরা প্রত্যেকেই শাহরুখকে ধন্যবাদ জানান। মমতা তখন লেখেন, ‘তোমায় ধন্যবাদ শাহরুখ। তোমার সাহায্য অনেক দুর্গত মানুষের কাজে লাগবে এই কঠিন সময়ে। লক্ষ লক্ষ লোক তোমাকে রোল মডেল হিসেবে দেখেন। তাঁরা নতুন করে অনুপ্রাণিত হবেন তোমায় দেখে।’
তার উত্তরে বাংলায় টুইট করেন কিং খান। উদ্ধব ঠাকরেকে লেখেন মারঠিতে কিছু বাক্য। অরবিন্দ কেজরিওয়ালকে হিন্দীতে। কেজরিওয়ালকে লেখেন, ‘স্যর ধন্যবাদ জানাবেন না। বরং আপনি হুকুম করুন। দিল্লির ভাই-বোনদের পাশে সব সময় আছি’। ঠাকরেকে লিখেছেন, ‘আমরা সবাই একটাই পরিবার স্যর। আমাদের একে অপরকে ভালো রাখা কর্তব্য’।