করোনার এই ভয়াবহ আবহেও রাজনীতি করছেন বিজেপি নেতারা। করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য গোপন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপের এহেন ভিত্তিহীন অভিযোগের জবাব দিলেন ফিরহাদ হাকিম।
বুধবার নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে করেনা আক্রান্তের সংখ্যা ছয় দেখানো হলেও সেটা ঠিক নয়। কোভিড ১৯- এ আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে তিনজনের। বাকি তিনজনের কেউ ভুগছিলেন কিডনির রোগে বা কারোর মাল্টি অর্গান ফেলিওর, নিউমোনয়ায় মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ টুইট করে লিখেছেন, ‘বাংলায় ডেঙ্গুতে মৃত্যু হলে সেটা হয় অজানা জ্বর এবং করোনায় মৃত্যু হলে তা হয় নিমুনিয়া নয়তো কিডনি ফেলিওর।’
দিলীপ ঘোষের অভিযোগের পালটা জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উড়িয়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘সরকার ইচ্ছা করলেই গরুর দুধে সোনা আছে বলতে পারে না। বিশেষজ্ঞ কমিটি রয়েছে। বিশেষজ্ঞ কমিটি ও চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতেই সব বলতে হয়। যখন যা খুশি বলা যায় না’।