করোনা যুদ্ধে গতসপ্তাহেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০ কোটির অনুদান দিয়েছে রতন টাটার গোষ্ঠী। এরপর দেশের আরও এক শিল্পপতি গৌতম আদানির ‘আদানি ফাউন্ডেশন’ ১০০ কোটির ত্রাণ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে। ভাইরাস মোকাবিলায় একের পর এক শিল্পপতিদের এগিয়ে আসার দলে এবার শামিল হলেন আজিম প্রেমজি এবং তাঁর সংস্থা ‘উইপ্রো’। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর সংস্থা মোট ১১২৫ কোটি টাকা দান করল।
আজিম প্রেমজির সঙ্গে যুক্ত মোট তিনটি সংস্থা এই অর্থ দান করেছে। উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ এবং আজিম প্রেমজি ফাউন্ডেশনের তরফে যৌথ বিবৃতি দিয়ে এই অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। আলাদাভাবে অনুদান দেখতে গেলে আজিম প্রেমজি ফাউন্ডেশন দিয়েছে ১০০০ কোটি, উইপ্রো এন্টারপ্রাইজ দিয়েছে ১০০ কোটি এবং উইপ্রো লিমিটেড দিয়েছে ২৫ কোটি টাকা অনুদান।
উল্লেখ্য, এর আগে রতন টাটা ৫০০ কোটি টাকা অনুদানের ঘোষণা করলেও ‘টাটা সন্স’ এবং ‘টাটা ফাউন্ডেশন’-র তরফে যৌথভাবে ১৫০০ কোটি টাকার অনুদানের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ ঘোষণা করেছে ৫০০ কোটি টাকা অনুদানের। তবে অনুদানের নিরিখে রতন টাটার পরেই এখন রয়েছে আজিম প্রেমজি।