করোনা সংক্রমণের ভয়ে এইমুহূর্তে পাতিয়ালায় এনআইএস হস্টেলে একপ্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন হিমা দাস-সহ একাধিক অ্যাথলিট। ফলে বাইরে বেরিয়ে অনুশীলনের কোনও সুযোগ নেই তাঁদের কাছে। তাই হস্টেল প্রাঙ্গনের মাঠেই ঘর থেকে বেরিয়ে অনুশীলন করতে দেওয়ার জন্য আবেদন করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজেজুকে চিঠি দিলেন হিমা-সহ সেখানকার বাকি অ্যাথলিটেরা।
এ প্রসঙ্গে তাঁদের যুক্তি, যেহেতু হস্টেল প্রাঙ্গনে এই মুহূর্তে বাইরের থেকে কেউ ঢুকতে পারছেন না, ফলে সংক্রমণের সম্ভাবনাও নেই। হিমারা সঙ্গে পেয়ে গিয়েছেন ভারতীয় অ্যাথলেটিক্স দলের সহকারী প্রধান কোচ রাধাকৃষ্ণন নায়ারকে। তিনিও জাতীয় ক্রীড়া ইনস্টিটিউটের হস্টেলে এইমুহূর্তে গৃহবন্দী। খেলোয়াড়দের হস্টেল প্রাঙ্গনের মাঠে অনুশীলন করতে দেওয়ার পক্ষেই সওয়াল করে তিনি জানিয়েছেন, ‘দিনে এক-দু’ঘণ্টা হস্টেল প্রাঙ্গনের মাঠে বা ট্র্যাকে অনুশীলনের জন্য হিমারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুর অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ক্রীড়ামন্ত্রকে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে উত্তর পেয়ে যাবে।’
এক জাতীয় সংবাদসংস্থার কাছে এই মন্তব্য করার পাশাপাশি তিনি যোগ করেন, ‘চিঠিতে এটাও বলা হয়েছে, যদি হস্টেলের বাইরে বেরিয়ে অনুশীলনের অনুমতি না দেওয়া হয়, তা হলে অ্যাথলিটদের যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দেশে এই মুহূর্তে লক ডাউন চলছে। এই পরিস্থিতিতে যে যেখানে রয়েছে, তাঁকে সেখানেই থাকতে বলা হয়েছে। ফলে বাড়ি যাওয়া সম্ভব নয়। কিন্তু অনুশীলন করা যায়। দেখা যাক, দু’তিন দিন পরে কী উত্তর আসে।’