করোনার কোপে সারা দেশ। মাত্রাতিরিক্ত সংক্রমণে অনেককেই ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। প্রায় অজানা এই মহামারী সামাল দিতে ভেন্টিলেটরের সংখ্যা অপ্রতুল। এই অবস্থায় সামনে এল একটি শোচনীয় তথ্য। স্টিং অপারেশন করে ‘ইন্ডিয়া টুডে’ জেনেছে যে, লকডাউনে ত্রস্ত আমজনতা যেমন অতিরিক্ত মুদির মাল জড়ো করছেন, তেমনই গরিব ভারতের বিত্তশালীরা থরে থরে ভেন্টিলেটর কিনে রাখছেন। যদি প্রয়োজন হয়, তাই আগেভাগেই প্রস্তুতকারকদের থেকে চড়া দামে ভেন্টিলেটর মজুত করছেন পয়সাওয়ালারা!
দিল্লীর কোটলা এলাকার ‘ইম্পিরিয়াল গ্যাসেস অ্যান্ড সার্জিক্যাল’ সংস্থার গুরশরণ সিং জানিয়েছেন, রোজ প্রচুর ফোন আসছে। তবে এখনই ব্যক্তিগত ব্যবহারের জন্য ভেন্টিলেটর বিক্রি করছেন না। আগে যারা বরাত দিয়েছিল, সেখানে দিচ্ছেন। তবে স্টক শেষ হওয়ার মুখে চড়া দামে বিক্রি করার জন্য কিছু ভেন্টিলেটর সরিয়ে রেখেছেন। সেগুলো নগদ টাকাতেই বিক্রি করবেন।
রাজধানীর আরেকটি ভেন্টিলেটর প্রস্তুতকারক সংস্থা ‘তীর্থঙ্কর মহাবীর ট্রেডার্স’-এর নমন জৈন জানিয়েছেন, বিত্তশালীরা বসবাস করেন, এমন আবাসনের তরফে প্রচুর পোর্টেবল ভেন্টিলেটর সরবরাহের বরাত পেয়েছেন। জানিয়েছেন দিল্লির এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার একসঙ্গে ৩টি ভেন্টিলেটর কিনেছেন। তাঁর বাড়িতে কেউ আক্রান্ত নন। যদি হন, তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। জৈন বলেছেন, ‘আমাদের কাছে ৭৪০টি পোর্টেবল ট্রিলজি–সহ মোট ৬ হাজার ভেন্টিলেটর ছিল। আর মাত্র ১১-১২টি পড়ে আছে। ক’দিন আগেই নয়ডার একটি আবাসনের কর্তৃপক্ষ ১০টি ভেন্টিলেটর কিনেছেন।