করোনা ভাইরাসের মোকাবিলায় লড়ছে গোটা বিশ্বের জনগণ। এই ভাইরাসের মারণ প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে লড়াই চলছে বিশ্ব জুড়ে। ভারতেও কেন্দ্র ও বিভিন্ন রাজ্য রিলিফ ফান্ড খুলেছে। সেই ফান্ডে ইতিমধ্যেই দান করেছেন দেশের বিভিন্ন খেলোয়াড়, অভিনেতা ও শিল্পপতিরা। এ বার সেই সব ফান্ডেই ৮০ লক্ষ টাকা দিলেন ভারতীয় ক্রিকেট দলের ‘হিটম্যান’ রোহিত শর্মা।
কোভিড-১৯-র মোকাবিলায় টাকা দেওয়ার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে গতকাল জানিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ৪৫ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দান করেছেন তিনি। পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন অন্য দু’টি সংস্থাকে।
গত সোমবারই প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করার জন্য দেশবাসীর কাছে আবেদন করেছিলেন বিরুষ্কা জুটি। ক্রিকেটারদের মধ্যে শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ও করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকা করে দিয়েছিলেন। এমনকি, বিসিসিআই ও সিএবি-র মত জাতীয় ও রাজ্য স্তরের ক্রিকেট সংস্থাগুলিও অনুদান নিয়ে এগিয়ে এসেছে। এবার এই একই রাস্তায় হাঁটলেন রোহিত শর্মাও।