দিল্লীর স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের এক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করা হল ওই হাসপাতাল। এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ওই চিকিৎসকের সংস্পর্শে এসেছেন যারা তাদেরকেও ইতিমধ্যেই চিহ্নিত করে আইসোলেশনে পাঠানো হয়েছে। দিল্লীর এই সরকারি হাসপাতাল অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম হাসপাতাল হিসেবে পরিচিত।
হাসপাতাল সূত্রের খবর, সম্প্রতি ওই চিকিৎসকের ভাই এবং শ্যালিকা ব্রিটেন থেকে ফিরেছেন। এর কিছুদিন পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক। পরীক্ষা করলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অনুমান করা হচ্ছে বিদেশ থেকে আসা তাঁর ওই আত্মীয়দের দ্বারাই তিনি এই মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
গত এক সপ্তাহে ৩ জন চিকিৎসক দিল্লীতে করোনা আক্রান্ত হয়েছেন। এই তিনজনের মধ্যে বাকি দুজন মহল্লা ক্লিনিকের চিকিৎসক। এই চিকিৎসকের আক্রান্ত হওয়ার খবর হাসপাতলে পৌঁছানো মাত্রই হাসপাতাল ভবনের ওপিডি অফিস এবং ল্যাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো হাসপাতাল পরিশোধনের কাজ চলছে।