দিল্লীর নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে হওয়া অনুষ্ঠানে অংশ নেওয়া করোনা আক্রান্ত ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে তেলেঙ্গানায়। এবার জানা গেল ওই অনুষ্ঠানে বাংলা থেকেও অনেকে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের কোভিড-১৯ পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তবে কতজনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা গেছে সেই সংখ্যা প্রকাশ করেনি রাজ্য সরকার।
এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে করোনা আক্রান্ত হয়ে তামিলনাড়ু ও জম্মু-কাশ্মীরে দু’জনের মৃত্যু হয়েছে। তারপর তেলেঙ্গানার ৭ জন মারা যান।
১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হওয়া এই অনুষ্ঠানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরঘিজস্তান থেকে প্রতিনিধিরা এসেছিলেন। ২০০-এর বেশি মানুষের জমায়েত হয়েছিল এই অনুষ্ঠানে। এই মসজিদে যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে থেকে পরে ১১ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এই ১১ জন ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন। তাঁদের পরীক্ষা হয় হায়দ্রাবাদে।
ওই ১১জনের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের সকলকেই দিল্লীর ওই ঘন বসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। নজরদারি চালাচ্ছে পুলিশ। মানুষের গতিবিধি খতিয়ে দেখতে ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখনও ওই মসজিদের ছ’তলা ডরমিটরিতে ২০০০ জন রয়েছেন বলে খবর। এদের মধ্যে আবার ২৮০ জন বিদেশি নাগরিক।