দেশজুড়ে লক ডাউনের মধ্যেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পরিস্থিতি আয়ত্তের বাইরে গিয়েছে। যার ফলে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ। এবার লক ডাউনের নির্দেশ ঠিকমতো মেনে চলতে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার নির্দেশ দেওয়ার পরই নয়ডার রাস্তায় নামল আধাসামরিক বাহিনী। মানুষ অকারণে বাড়ির বাইরে বেরোচ্ছে কিনা, সেদিকে কড়া নজর রাখতে টহল দিচ্ছেন আধাসামরিক বাহিনীর জওয়ানরাও। অকারণে বাড়ির বাইরে বেরোলেই কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা ঘুরে ঘুরে সবাইকে নিজেদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। দিল্লী-উত্তরপ্রদেশ সীমান্তে গৌতম বুদ্ধ নগরের সীমানা সিল করে দেওয়া হয়েছে। নয়ডায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সোমবার সেখানে পরিদর্শনে যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ডাকা দেশজোড়া লক ডাউনের মধ্যে প্রশাসনের চিন্তা সবচেয়ে বাড়িয়েছেন ভিন রাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিকেরা। লক ডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দলে দলে শ্রমিকরা বাড়ির পথ ধরেছেন। রাজ্যগুলি এদের খাবার ও আশ্রয়ের দায়িত্ব নেবে বলে প্রশাসন আশ্বাস দিলেও স্বস্তি মেলেনি। এই অবস্থায় নয়ডার রাস্তায় টহল দিতে আধাসেনা নামানো হল।