যেখানে লক ডাউনের মধ্যে সাধারণ মানুষের দিন গুজরান ক্রমশঃ কঠিন হয়ে উঠছে, সেখানে ত্রাণ বিলি নিয়েই সংঘর্ষ হল গার্ডেনরিচে। জানা গেছে, সেখানে দুই গোষ্ঠীই একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টি করে। এমনকি বোমা ছোঁড়ারও অভিযোগ মিলেছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষের জেরে ব্যাপক ভাঙচুর হয়েছে এলাকার বেশ কিছু দোকানে। রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়িতেও ভাঙচুর হয়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে সাত জন। জখম হয়েছেন বেশ কয়েকজন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই দল দুষ্কৃতীদের মধ্যেই রেষারেষিই মারাত্মক আকার ধারণ করে রবিবার রাতে রামনগর মোড়ে। স্থানীয় সূত্রে খবর, লক ডাউনে কাজকর্মে যেতে না পারা বিভিন্ন পরিবারের জন্য ত্রাণ বিলি করতে নামেন সাবা এবং তাঁর অনুগামীরা। সেই খবর পেয়ে চলে আসেন ববির অনুগামীরা। অভিযোগ, ববির লোকজন সাবাকে ত্রাণ বিলিতে বাধা দেয়। আর সেখান থেকেই শুরু হয়ে যায় সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক মিনিটের মধ্যে দুই পক্ষের কয়েকশো মারমুখী মানুষ রাস্তায় নেমে পড়েন। গার্ডেনরিচ মোড়, রামনগর রোডে শুরু হয়ে যায় ইটবৃষ্টি। ঘটনাস্থলে গার্ডেনরিচ থানার পুলিশ ছাড়াও, বন্দরের বিভিন্ন থানার বাহিনী এবং ডিভিশনের রিজা্র্ভ ফোর্স পৌঁছয়। তারপরই ইটবৃষ্টির সঙ্গে শুরু হয়ে যায় বোমাবাজি। বেশ কয়েকজন আহত হন সংঘর্ষে। প্রায় আড়াই-তিন ঘণ্টার চেষ্টায়, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে।