মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় জার্সি গায়ে নেমেছেন তিনি। এবার করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ১৬ বছরের রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিয়ে ক্রীড়াজগতের ব্যক্তিত্বদের চমকে দিলেন তিনি। শনিবার তাঁর এক লক্ষ টাকার চেক জমা দেওয়া হয় স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।
শুধু রাজ্যকে নয়, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনেও ২০ হাজার টাকা দান করার পরিকল্পনা রয়েছে রিচার। তরুণ ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষ বলছিলেন, “সারা বিশ্বের এই অবস্থা দেখে পরিবারের প্রত্যেকে চিন্তিত। তাই এর মধ্যেই পরিবারের প্রত্যেকে একসঙ্গে বসে আলোচনা করি, কী করা যায়। রিচাই আর্থিক সাহায্যের বিষয়ে আমাকে বলে।”
করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন ক্রীড়াজগতের বহু ব্যক্তিত্ব। ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন শচীন তেন্ডুলকর। সুরেশ রায়না দিয়েছেন ৫২ লক্ষ টাকা। তাঁদের দেখেই অনুপ্রাণিত বাংলার কন্যা রিচা।
রিচা জানাচ্ছেন, “বাড়িতেই থাকছি। কখনও ট্রেনিং করছি। শ্যাডো প্র্যাক্টিসও চলছে। তা ছাড়া ভাল-ভাল সিনেমা দেখছি। প্রত্যেককে অনুরোধ করব আপনারাও বাড়ি থেকে বেরোবেন না।”