আবার নিম্নমুখী শেয়ারবাজার। সপ্তাহের প্রথম দিনে বাজার খুলতেই বিরাট ধস নামল সেনসেক্সে। পড়ল নিফটির সূচকও।
সোমবার সকালে বিএসই সেনসেক্স-এর সূচক ১০০০-এর বেশি পয়েন্ট পড়ে যায়। ১,০৩২ পয়েন্ট অর্থাত্ ৩.৪৬ শতাংশ পড়ে সেনসেক্সের সূচক নেমে যায় ২৮,৭৮৪-এ। ২৮৫ পয়েন্ট অর্থাত্ ৩.২৮ শতাংশ পড়ে নিফটির সূচক নেমে যায় ৮,৩৭৬-এ।
সেনসেক্সে সবচেয়ে ক্ষতির মুখ দেখেছে বাজাজ ফিনান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইনাদসইন্দ ব্যাঙ্ক, ওএনজিসি, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক। তাদের স্টক ৮.৯৭ শতাংশ পড়েছে।
নিফটিতে প্রবল ক্ষতির মুখে পড়েছে নিফটি রিয়্যালিটি অ্যান্ড অটো। তাদের শেয়ার কমেছে ৩.৭৬ শতাংশ। করোনাভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে ক্রমে বেড়ে চলায় লগ্নিকারীরা ভরসা রাখতে পারছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সামাজিক দূরত্ব বজায়ের নির্দেশিকার সময়সীমা বাড়িয়েছে আমেরিকা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেয় ট্রাম্প সরকার। হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে জানান তিনি। তিনি বলেন, মডেল অনুযায়ী দুই সপ্তাহ পরে আঘাতটা আরও বড় হবে। তাই সামাজিক বিচ্ছিন্নতার সময় বাড়ানো হল। যদিও হোহায়াইট হাউজের স্বাস্থ্য পরামর্শদাতা অ্যান্থনি ফাওসি এর আগে সতর্ক করেছিলেন করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আমেরিকার প্রাণ হারাবে। সর্বশেষ রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সপ্তাহে চীন ও ইতালিকে ছাড়িয়ে গিয়েছে।