কোভিড-১৯’এর জন্য আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ। তাই দেশে ফেরারও সম্ভাবনা নেই ভিকুনার। বাড়িতে বয়স্ক বাবা ও মায়ের জন্যই চিন্তা হচ্ছে তাঁর। কিবু জানালেন, ‘ভয়ঙ্কর ভাইরাসের মোকাবিলায় স্ত্রী অত্যন্ত সচেতন। বাবা ও মাকে ওই দেখছে। কিন্তু তাতে কি আর আমার দুশ্চিন্তা কমে? সারাদিনে বেশ কয়েকবার ভিডিও কল করি। কথা হয়। ওরাও আমায় সাবধানে থাকতে বলে। স্পেনের থেকে ভারতের অবস্থা অনেক ভালো। আমি এখানে দিব্যি রয়েছি। কিন্তু পরিবারের সদস্যদের জন্য মন কেমন করে।’
ভিকুনার স্ত্রী কাসিয়া বিয়েলকা সহ বাবা-মা সবাই উত্তর স্পেনের জিজুরকিল শহরে থাকেন। করোনা ভাইরাসের জেরে সেই শহর এখন লকডাউন। ফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হলেও পরিবারের জন্য দুশ্চিন্তায় রয়েছেন কিবু ভিকুনা। রাজারহাটের ফ্ল্যাটে বন্দি মোহন বাগানের স্প্যানিশ কোচ বলছেন, ‘আমি এখন সব দিক দিয়েই অসুবিধায় পড়েছি। আই লিগ শেষ হল না। কবে শুরু হবে তা’ও অজানা। বন্দিদশায় থাকতে ভালো লাগছে না। জানি, করোনার প্রকোপ থেকে বাঁচতে এটাই একমাত্র পথ। কিন্তু অনুভূতি গোপন করা আর সম্ভব হচ্ছে না।’