মারণ করোনা ভাইরাস থাবা বসিয়েছে বাংলাতেও। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। রাস্তায় নেমে সকলকে সচেতনতার পাঠ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে দলনেত্রীর কথা ভেবে বন্ধ তারাপীঠে যজ্ঞ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরাও। মায়ের কাছে পুজো দিয়ে অনুব্রত প্রার্থনা করলেন “মমতাকে শক্তি দাও”।
করোনা তৃতীয় পর্যায়ে পৌঁছে গেলে হু হু করে বাড়বে প্রাণহানি। মহামারিকে ঠেকানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাই এই সংকটজনক পরিস্থিতিতে মা কালীর উপরের ভরসা রেখেছেন দাপুটে তৃণমূল নেতা। কারণ, কালী ভক্ত হিসাবে পরিচিত অনুব্রত। বরাবরই তিনি কালীপুজো করেন। বাড়ি হোক কিংবা মন্দির কালীপুজো করেই থাকেন তিনি।
অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার একটি যজ্ঞের আয়োজন করেন। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য দিন রাত এক করে কাজ করে চলেছেন। তিনি চান সবাই সুস্থ থাকুন। তাই আমরা যজ্ঞের আয়োজন করেছি। আমরা গোটা দেশবাসীর সুস্থতা কামনা করি। সবাই ভাল থাকুন। আর চাই মুখ্যমন্ত্রীর মনোবল আরও বাড়ুক। মায়ের কাছে বলেছি সকলেই সুস্থ থাক। মুখ্যমন্ত্রীকে শক্তি দাও।”