গোটা দেশে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিনিয়ত সব ভুলে আর্তের সেবায় নিয়োজিত দেশের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এহেন পরিস্থিতিতে করোনার সংক্রমণ রুখতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান উত্তরপ্রদেশের বিতর্কিত ডাক্তার কাফিল খান। সেই কারণে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছেন তিনি।
বর্তমানে ন্যাশানাল সিউকিউরিটি আইনের অধীনে মথুরা জেলে আটক ডাঃ কাফিল খান। সেখান থেকেই দুই পাতার একটি চিঠি লিখেছেন তিনি। তাতে কী করে ভারত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বে, সেই নিয়ে একটি রোডম্যাপের উল্লেখ করেছেন কাফিল খান।
সম্প্রতি সেই চিঠির কিছু অংশ ট্যুইটারে শেয়ার করা হয়েছে। তাতে বলে হয়েছে, ‘আমাদের টেস্টিং ক্ষমতা, আইসোলেশন ওয়ার্ড বাড়াতে হবে। সেই সঙ্গে নতুন আইসিইউ, ডাক্তার, প্যারামেডিক, নার্সের আরও শিক্ষিত করে তুলতে হবে। গুজব যাতে না ছড়ায় সেই দিকেও নজর দিতে হবে। আমাদের যত দ্রুত সম্ভব এই কাজগুলি করতে হবে।’
সম্প্রতি মুম্বই থেকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কাফিল খানকে গ্রেফতার করা হয়। গত ডিসেম্বর মাসে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে অ্যান্টি সিএএ আন্দোলনে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগ তার বিরুদ্ধে। গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে গোরক্ষপুরে বিআরডি মেমোরিয়াল হাসপাতালে অক্সিজেনের অভাবে ৩০ শিশুর মৃত্যু হয়েছিল। সেই সময় কাফিল খানকে সাসপেন্ড করা হয়। যদিও পরবর্তী তদন্তের পর তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছিল।