দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে ‘প্যানিক বায়িং’। প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা করার পরেও মানুষ বাজারমুখী হচ্ছেন। সতর্ক করার পরেও কাজ না হওয়ায় এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল কলকাতা পুলিশকে। মুদি দোকান কিংবা অন্য কোন দোকানে কোনওভাবে কেউ যাতে কারও সংস্পর্শে আসতে না পারে সে জন্যই তৈরি করে দেওয়া হচ্ছে ‘লক্ষণরেখা’। দোকানে যারা ভিড় জমাচ্ছে তাদের মধ্যে তৈরি করা হচ্ছে ‘সোশ্যাল ডিসটেন্স’ তৈরি করাই এর মূল উদ্দেশ্য।
দোকানে কেউ যাতে হুড়োহুড়ি করে আগে যাওয়ার চেষ্টা না করে সেজন্য তাদের জন্য ‘লক্ষণরেখা’ তৈরি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ চক দিয়ে একটি গোলাকার জায়গা তৈরি করা হচ্ছে এবং যে সমস্ত ক্রেতারা আসছেন তাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, কোনওভাবেই সেই লক্ষণরেখা পেরনো যাবে না। কেউ যদি লক্ষ্মণরেখা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে সে ক্ষেত্রে পুলিশ যে আইনি ব্যবস্থা নিতে পারে তাও জানিয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা পুলিশের এক কর্তা বলেন, “দেশের অন্য একটি রাজ্যে এভাবে দোকানগুলিতে লাইন মেনটেন করা হচ্ছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি।”