করোনার থাবায় তটস্থ গোটা বিশ্ব। লড়াইটা চলছে বিশ্বজুড়েই। ভাইরাসের হানা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। সে দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, হয়েছে মৃত্যুও। দেশের সরকারের পাশাপাশি এই লড়াইয়ে শামিল হলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। নিজেদের বেতনের অর্ধেক এই খাতে দান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বাংলাদেশের উইকেটকিপার—ব্যাটসম্যান লিটন দাস খাবার ভর্তি প্যাকেট বিলি করলেন।
বাংলাদেশের মোট ২৭ জন ক্রিকেটার এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে ১৭ জন রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। আর বাকি ১০ জনও সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলেছেন। জিম্বাবোয়ে সফরের স্কোয়াডেও ছিলেন তাঁরা। বাংলাদেশি মুদ্রায় তাদের দানের মোট মূল্য ৩১ লক্ষ টাকা।
করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকারা। রোনাল্ডো তাঁর নিজের বিলাসবহুল দুটি হোটেল হাসপাতালে রূপান্তরিত করার অনুমতি দিয়েছেন। স্পেনের স্বাস্থ্য খাতে মেসি দান করেছেন ১ মিলিয়ন ইউরো। করোনার বিরুদ্ধে এগিয়ে এসেছেন টেনিস তারকা রজার ফেডেরার। অর্থ দান করেছেন তিনিও।
ওপেনার তামিম ইকবালও এই যুদ্ধে এগিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, সেই তুলনায় এই অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে চেষ্টা করলে সেটিই বড় হয়ে উঠবে।”