করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠছেন ইটালির বিখ্যাত ডিফেন্ডার পাওলো মালদিনি। একই সঙ্গে তিনি বলে দিয়েছেন, করেনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরও আগেই খেলা বন্ধ করে দেওয়া উচিত ছিল।
ইতালির জনপ্রিয় এই ফুটবলারের কথায়, ‘‘খেলা আগেই বন্ধ করা উচিত ছিল। লিভারপুল বনাম আতলেতিকো ম্যাচ দেখতে এসেছিলেন চার হাজার স্পেনীয় র্দশক। অথচ স্পেনে তখন এই রোগ ছড়িয়ে পড়েছে। আটলান্টা বনাম ভ্যালেন্সিয়া ম্যাচও হতে দেওয়া উচিত ছিল না। এখন বোঝা যাচ্ছে বার্গামোতে অতিমারির বড় কারণ ছিল ওই ম্যাচ।’’
মালদিনি আরও বলেন, ‘‘৫ মার্চ প্রথম উপসর্গ দেখা যায়। পেশি ও গাঁটে তখন যন্ত্রণা হচ্ছিল। কিন্তু জ্বর ছিল না। পরের দিন এসি মিলানের অনুশীলন মাঠে যাওয়ার কথা ছিল। শ্বাসকষ্ট ছিল না। তাই অ্যান্টিবায়োটিক নিইনি।’’
নিজের অবস্থার কথা জানাতে গিয়ে মালদিনি বলেন, ‘‘খারাপ সময় থেকে বেরিয়ে এসেছি।’’ ইতালির সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে মালদিনি বলেন, ‘‘এখন অনেকটাই সুস্থ বোধ করছি। এখনও কিছু শুকনো কফ রয়ে গিয়েছে। স্বাদ ও গন্ধ নেওয়ার অনুভূতি নেই আপাতত। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব।’’ ইটালির এই বিখ্যাত ফুটবলার যোগ করেন, ‘‘পরিস্থিতি শুরুর দিকে ভাল ছিল না। কারণ এটা সাধারণ ফ্লু নয়। শরীরে খুব ব্যথাও হয়েছিল। বুকেও মোচড় দেওয়ার অনুভূতি হয়েছে। এটা একটা নতুন ভাইরাস। তাই শরীরকে একটা নতুন শত্রুর বিরুদ্ধে লড়তে হয়েছে।’’